এবার ধর্ষণ ও খুনের ঘটনায় গ্রেপ্তার সন্দীপ ঘোষ
আর জি করের মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের তদন্তে নয়া মোড়। আর্থিক দুর্নীতির মামলায় গ্রেপ্তারের পর এবার ধর্ষণ ও খুনের ঘটনাতেও প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করল CBI। পাশাপাশি টালা থানার OC অভিজিৎ মণ্ডলকেও গ্রেপ্তার করা হয়েছে। মূলত দেরিতে FIR দায়ের ও প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছে এই দুজনের বিরুদ্ধে। এই মামলায় এখনও পর্যন্ত গ্রেপ্তার হলেন তিন জন। উল্লেখ্য, আগেই গ্রেফতার হয়েছেন এই মামলার মূল অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়।
সন্দীপ ঘোষের গ্রেপ্তারির খবর স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানরত চিকিৎসকদের কাছে পৌঁছতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন তারা। ওঠে নানা রকম স্লোগানও। তবে তাঁদের প্রশ্ন এজন্য ৩৫ দিন লাগল কেন ? অন্যদিকে লাইভ স্ট্রিমিংয়ের দাবিতে এখনও মিলল না কোনও সমাধান। প্রথমে নবান্ন, পরে কালীঘাট গিয়েও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসা হল জুনিয়র চিকিৎসকদের।