খবররাজ্য

নন্দীগ্রামে BJP-র মহিলা কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

বুধবার রাতে নন্দীগ্রামের সোনাচূড়া এলাকায় BJP-র মহিলা কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই হামলায় জখম বেশ কয়েকজন। আক্রান্তদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। স্থানীয় সূত্রে খবর, গুরুতর জখম কর্মী নিহত BJP কর্মীর ছেলে। 

জানা গেছে, সোনাচূড়ার মনসাপুকুর বাজার এলাকায় রাতে পাহারা দিচ্ছিলেন BJP-র কর্মী-সমর্থকরা। সেইসময় এক দল দুষ্কৃতী ধারালো অস্ত্র নিয়ে BJP কর্মীদের উপর চড়াও হয় বলে অভিযোগ, আর তখনই রথীবালা আড়ি নামে ১ BJP কর্মীকে লক্ষ্য করে এলোপাথাড়ি হামলা চালাতে থাকে দুষ্কৃতীরা। মাকে বাঁচাতে গিয়ে গুরুতর জখম হন রথীবালার ছেলে সঞ্জয় আড়িও। খবর পেয়ে ঘটনাস্থানে গ্রামবাসী পৌঁছালে দুষ্কৃতীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। তড়িঘড়ি জখমদের নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা রথীবালাকে মৃত বলে ঘোষণা করেন এবং তাঁর ছেলের অবস্থার অবনতি হওয়ায় কলকাতায় স্থানান্তরিত করা হয়। 

আপাতত থমথমে এলাকা। আর এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছেন BJP-র নেতা-কর্মীরা। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। শাসক দলের দাবি, BJP-র অর্ন্তদ্বন্দ্বের জেরেই এই হামলা। 

সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল-https://www.youtube.com/@NagarNama424

ফলো করুন ফেসবুক পেজ-https://www.facebook.com/nagarnamanews

ফলো করুন X হ্যান্ডেলে-https://twitter.com/nagarnama

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *