বীরভূমে BJP-র ক্যাম্প অফিসে ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
সকাল থেকেই অশান্তি। কার্যত উত্তপ্ত বাংলার চতুর্থ দফার নির্বাচন। এবার বীরভূমে BJP-র ক্যাম্প অফিস ভাঙচুর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
BJP-র অভিযোগ, এদিন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়ে ক্যাম্প অফিস সম্পূর্ণভাবে ভেঙে দেয়। ব্যানার-পোস্টার ছিঁড়ে দেয়। বাঁশের খুঁটি উপড়ে, পলিথিন ছিঁড়ে সবকিছু লন্ডভন্ড করে দেয় তারা।
যদিও এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। স্থানীয় এক তৃণমূল নেতার বক্তব্য, “BJP-র ক্যাম্প অফিস কোথায়, সেটাই জানি না আমরা। আমরা আমাদের কাজে ব্যস্ত। তাদের ভালো করে CCTV ফুটেজ় খতিয়ে দেখা দরকার। আর যারা এই কাজ করেছে, তাদের অবিলম্বে গ্রেপ্তার করা উচিত। আসলে BJP জানে তারা এখানে ভোট পাবে না, তাই নিজেরাই এসব ভেঙে মানুষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে। “
আরও পড়ুন : দুর্গাপুরে BJP বিধায়ককে ধাক্কা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্য়ানেল- https://www.youtube.com/@NagarNama424
ফলো করুন ফেসবুক পেজ– https://www.facebook.com/nagarnamanews
ফলো করুন X হ্য়ান্ডেলে – https://twitter.com/nagarnama