DEEPFAKE ভিডিয়ো? কলকাতা হাইকোর্টের দ্বারস্থ BJP-র গঙ্গাধর
ডিপফেক (Deepfake) কি এখন ডিপথ্রেট রাজ্য রাজনীতিতে? আলো-আঁধারি সেই ভিডিয়ো কি সত্যিই ফেক (Fake)? নাকি ফেক যুক্তিতে বারবার ভেক ধরছেন নেতা-নেত্রীরা। রাজ্য রাজনীতিতে সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে। কারণ ভাইরাল হওয়া ভিডিয়োকে ভুয়ো বলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন BJP-র মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল। তাঁর ছবি ব্যবহার করে ভিডিয়োটি তৈরি করায় মামলা করার অনুমতি চেয়েছেন গঙ্গাধর। বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চ সেই অনুমতি দিয়েছেন এবং আগামী সোমবার মামলার শুনানি হতে পারে।
সম্প্রতি সন্দেশখালির ঘটনা নিয়ে একটি স্টিং ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হয়েছে। যেখানে BJP-র মণ্ডল সভাপতিকে বলতে শোনা গিয়েছে, সন্দেশখালির ঘটনা সাজানো। সেই ঘটনার পরিকল্পার পিছনে রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। টাকার বিনিময়ে সেখানকার মহিলারা তৃণমূল নেতাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন বলে সেই ভিডিয়োতে বলতে শোনা গিয়েছে।
এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই সেটিকে ডিপফেকের আখ্যা দিয়েছে BJP। এই ঘটনার বিরুদ্ধে CBI তদন্তেরও দাবি করা হয়েছে। কিন্তু তারপরও কার্যত চাপেই রয়েছে গেরুয়া শিবির। কারণ ভিডিয়োটি প্রকাশ্যে আসার পর থেকে সন্দেশখালির মহিলাদের মুখে শোনা গিয়েছে উল্টো সুর। তাঁদের দিয়ে সাদা কাগজে সই করিয়ে নেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছেন মহিলারা। তাই সন্দেশখালিতে সত্যিই কি ধর্ষণের মতো ঘটনা ঘটেছিল? না কি ছিল BJP-র চক্রান্ত? অন্য়দিকে, মানুষের আস্থা ফেরাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কেরামতি দেখাল শাসক দল? প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে।
আরও পড়ুন- ২০,০০০ টাকা ছাড়, ধামাকা অফার আনল স্য়ামসাং
সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্য়ানেল- https://www.youtube.com/@NagarNama424
ফলো করুন ফেসবুক পেজ– https://www.facebook.com/nagarnamanews
ফলো করুন X হ্য়ান্ডেলে – https://twitter.com/nagarnama