শাশুড়িকে বিয়ে জামাইয়ের, স্ত্রী দান করলেন শ্বশুর
প্রেম না দেখে বয়স, না দেখে স্থান-কাল-পাত্র। আর সম্প্রতি সেরকমই এক ঘটনা ঘটেছে বিহারের বাঁকা জেলায়। স্ত্রীর মৃত্যুর পর তাঁর মায়ের সঙ্গে অর্থাৎ শাশুড়ির সঙ্গেই প্রমের সম্পর্কে জড়িয়ে পড়েন জামাই। আবার সেই বিষয়টি বুঝতে পারেন শ্বশুর। শেষপর্যন্ত শ্বশুরমশাই দাঁড়িয়ে থেকে জামাই ও শাশুড়ির বিয়ে দিলেন।
স্ত্রী মারা যাওয়ার পর থেকেই শ্বশুর বাড়িতেই থাকা শুরু করেন ৪৫ বছর বয়সী সিকন্দর যাদব। জীবনের একাকিত্ব আর শাশুড়ির পাশে থাকা ধীরে ধীরে তাঁদের মধ্যে বিশেষ অনুভূতির সঞ্চার করে। স্ত্রী গীতা দেবী যে জামাইয়ের সঙ্গে ঘনিষ্ঠ হওয়া শুরু করেছেন সেই বিষয়টি ভালো মতোই বুঝতে পারেন দীলেশ্বর দার্ভে। তবে সম্পর্কের ঘেরাটোপে না পড়ে জামাই-শাশুড়ির মধ্যে বেড়ে ওঠা ঘনিষ্ঠতাকে মান্যতা দিতেই উদ্যোগী হন তিনি।
बिहार, में सास-दामाद ने गांव वालों के सामने रचाई शादी, दामाद और सास का कई सालों से चल रहा था अफेयर, अब यही देखना रह गया था #AbkiBaar400Paar #Election2024 #GTvsRCB #TakeItLightly #viralvideo #LokSabhaPolls #TejRanFam #INFOSYS pic.twitter.com/YGKl7P8pQj
— Priya halchal (@HalchalPriya) April 28, 2024
শেষপর্যন্ত গ্রামে এই নিয়ে পঞ্চায়েত হয়। শাশুড়ির প্রতি নিজের অনুভূতির কথা স্বীকারও করে নেন জামাই। শ্বশুরমশাই নিজে তাঁদের বিয়ের ব্যবস্থা করেন। সকলের সামনে সিঁদুর দান সহ অন্যান্য নিয়ম মেনে তাঁদের বিয়ে হয়। এমনকি আইনসম্মতভাবে তাঁরা বিয়ের রেজিস্ট্রিও করেন।