খবরদেশ

অসমে বন্যা, ক্ষতিগ্রস্ত প্রায় ১ লক্ষ মানুষ

ক্রমেই গুরুতর হয়ে উঠছে অসমের বন্যা পরিস্থিতি। বন্যার জেরে হাজার হাজার হেক্টর জমি, পশুপাখি, মানুষজন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। বিশেষ করে রাজ্যের ১৭টি জেলায় ভয়াল রূপ নিয়েছে ব্রহ্মপুত্র। আর এর জেরেই ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক হারে বেড়েছে।

অসম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (ASDMA) সূত্রে খবর, শুক্রবার পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ছিল ৬৭,৬৮৯ জন। বর্তমানে যার সংখ্যা ১,০৭,৮২৯ জন। বক্সা, বিশ্বনাথ, ধেমাজি, ধুবড়ি, গোলাঘাট, জোরহাট, মাজুলি, নগাঁও, তামুলপুর, তিনসুকিয়া সহ একাধিক জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। টানা ভারী বৃষ্টির জেরে ফুঁসছে ব্রহ্মপুত্র। ধুবড়ি, তেজপুর ও নেমাতিঘাটে বিপদ সীমার উপর দিয়ে বইছে ব্রহ্মপুত্র। এক্ষেত্রে, ভুটান সীমান্তের পশ্চিমের জেলাগুলোয় সতর্কতা জারি করা হয়েছে।

বিপদ সীমার উপর দিয়ে বইছে ব্রহ্মপুত্র

উল্লেখ্য, শুক্রবার রাতে রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বন্যা পরিস্থিতির মোকাবিলায় কী কী পদক্ষেপ করা হয়েছে, তা নিয়েও বিশদে আলোচনা করেছেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, জলমগ্ন এলাকা থেকে জল বের করার দ্রুত ব্যবস্থা করছে সরকার। এবিষয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে জেলা ও স্থানীয় প্রশাসন।

বন্যার জেরে ৪১৬৮.৪০ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত

বন্যা পরিস্থিতির মোকাবিলায় ইতিমধ্যেই ৯৩টি ত্রাণ শিবির খোলা হয়েছে। সেখানে বন্যা দুর্গতদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। বন্যার জেরে ৪১৬৮.৪০ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত। এই ভয়াবহ পরিস্থিতির কবলে প্রায় ৭২,৩১৫টি পশু। এর পাশাপাশি চিরং, ধুবড়ি, গোলাঘাট, ডিব্রুগড়, কোকড়াঝাড় সহ একাধিক জেলায় প্রায় ৪২টি রাস্তা ক্ষতিগ্রস্ত। একাধিক জায়গায় ভূমিধসও নেমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *