অন্তর্বর্তী জামিন পেলেন কেজরিওয়াল
দিল্লির মুখ্য়মন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ১ জুন পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন দিল সুপ্রিম কোর্ট। ভোটের আবহে কেজরিওয়ালের জামিন হবে কি না তা নিয়েই সকাল থেকে গোটা দেশ তাকিয়েছিল সুপ্রিম কোর্টের নির্দেশের দিকে। শেষমেশ আপ নেতা-কর্মীদের মুখে হাসি ফুটল। কিছুটা হলেও চাপে পড়ল BJP। এদিন দিল্লির মুখ্যমন্ত্রীর অন্তর্বর্তী জামিনের আবেদন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট । আর এরপর থেকেই মোদি বিরোধী শিবির যেন বাড়তি অক্সিজেন পেল। ইতিমধ্যেই কেন্দ্রীয় সংস্থাগুলির সমালোচনায় ফের সরব হয়েছেন একাধিক বিরোধী নেতৃত্ব।
আরও পড়ুন : DEEPFAKE ভিডিয়ো? কলকাতা হাইকোর্টের দ্বারস্থ BJP-র গঙ্গাধর
জানা গেছে, ১ জুন অর্থাৎ সপ্তম দফার ভোটের শেষদিন পর্যন্ত অরবিন্দ কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিনের আবেদন মঞ্জুর করেছে শীর্ষ আদালত। আদালতের তরফে জানানো হয়েছে, ভোট শেষ হওয়ার পরই ২ জুনের মধ্যে জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করতে হবে তাঁকে।
উল্লেখ্য, এই জামিনের তীব্র বিরোধিতা করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তবে সমস্ত সওয়াল-জবাব শেষে কেজরিওয়ালের পক্ষেই নির্দেশ দেয় সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না এবং দীপঙ্কর দত্তর বেঞ্চ। তবে আদালতের বক্তব্য, জামিনে মুক্ত হলেও মুখ্যমন্ত্রী হিসেবে তিনি কোনও কাজ করতে পারবেন না। তিনি কোনও সরকারি কাজে নিজেকে যুক্ত রাখতে পারবেন না। এমনকি ED-র অনুমতি ছাড়া দেশ ছাড়তে পারবেন না।
প্রসঙ্গত, গত ২১ মার্চ দিল্লির আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন মুখ্যমন্ত্রী।
সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্য়ানেল- https://www.youtube.com/@NagarNama424
ফলো করুন ফেসবুক পেজ– https://www.facebook.com/nagarnamanews
ফলো করুন X হ্য়ান্ডেলে – https://twitter.com/nagarnama