কপ্টারে অমিত শাহ, নিয়ন্ত্রণ হারালেন পাইলট! তারপর..
কপ্টারে সওয়ার রয়েছেন স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর তাকে নিয়েই টেক অফ করতে গিয়ে নিয়ন্ত্রণ হারালেন চালক। বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল কপ্টারটি। সোশ্য়াল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে ওই মুহূর্তের ভিডিয়ো। ঘটনাটি বিহারের বেগুসরাইয়ের বলে দাবি করা হচ্ছে। যদিও পরে সরকারি তরফে জানানো হয়, হেলিকপ্টারের টেক অফে সেরকম কোনও সমস্য়া হয়নি।
সোমবার বেগুসরাইতে অমিত শাহ নির্বাচনী কর্মসূচি সেরে কপ্টারে চেপে ফেরার পথে ঐ ঘটনাটি ঘটে। ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, টেক অফ করার সময় মাটির কাছাকাছি নিয়ন্ত্রণ হারিয়ে ডানদিকে হেলে যাচ্ছে কপ্টারটি। মাটির সঙ্গে ধাক্কা খাওয়ার ঠিক আগের মুহূর্তে কপ্টারটিকে সামলে নেন চালক। এরপর সঠিকভাবে টেক অফ করে কপ্টারটি।
উল্লেখ্য়, সোমবার সকালে বিহারের বেগুসরাইতে জনসভা থেকে বিরোধী জোটকে তীব্র নিশানা করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, ‘নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী করলে বিহার থেকে বর্ণবৈষম্য় দূর হবে। কিন্ত INDI জোট জিতলে প্রধানমন্ত্রী কে হবেন? লালু যাদব প্রধানমন্ত্রী হবেন? স্ট্য়ালিন বা মমতা ব্য়ানার্জি পারবেন দেশ চালনা করতে? রাহুল বাবার কথা তো ভাবাই যাবে না।’