দার্জিলিং কিংবা গ্যাংটক নয়, গরমের ছুটিতে আপনার মন কাড়বে সিকিমের এই অফবিট জায়গা
গরমে অস্থির ? এই হাঁসফাঁস অবস্থা থেকে মুক্তি পেতে বেড়াতে যাওয়ার কথা ভাবছেন ? দার্জিলিং, গ্যাংটক তো অনেক হল । এবার ছুটিতে ঘুরে আসতে পারেন সিকিমের একটি অফবিট জায়গা থেকে । সেখানে যেতে হলে পারমিটের কোনও ঝামেলাই পোহাতে হবে না । আর প্রাকৃতিক সৌন্দর্য্য দেখে আপনার মন ভরতে বাধ্য । জায়গাটির নাম আগামলোক । পূর্ব সিকিমের ছোট্ট একটি গ্রাম । পাহাড় ঘেরা এই গ্রামের সৌন্দর্য্য ভাষায় প্রকাশ করা কঠিন । আগামলোক থেকে গাড়ি রিজ়ার্ভ করে সিল্ক রুট, জ়ুলুক ইত্যাদি জায়গা থেকেও ঘুরে আসতে পারেন ।
কীভাবে যাবেন ?
শিলিগুড়ি থেকে আগামলোকের দূরত্ব আনুমানিক ১১৫ কিলোমিটার । গাড়ি রিজ়ার্ভ করলে ভাড়া পড়বে ৪-৬ হাজার টাকা । কম খরচে আগামলোক পৌঁছাতে চাইলে শিলিগুড়ির থেকে গ্যাংটকগামী যেকোনও বাসে উঠে রংপোতে চলে যান । সেখান থেকে শেয়ার গাড়িতে করে রংলিতে নামুন । রংলি থেকে গাড়ি রিজ়ার্ভ করে পৌঁছে যেতে পারেন গন্তব্যে ।
মূল আকর্ষণ
আগামলোক গ্রামে পাহাড়ের উপরে রয়েছে একটি মনেস্ট্রি । এটাই এই জায়গার মূল আকর্ষণ বলা যায় । নির্জন এই জায়গায় একবার গেলে আর ফিরে আসতে ইচ্ছা করবে না । মনেস্ট্রির পিছনে রয়েছে একটি খোলা মাঠ। সেখানে ফুটবল খেলেন স্থানীয়রা। মাঠের মাঝে দাঁড়িয়ে চারিদিকে তাকালে দেখা যাবে শুধুই পাহাড় । আগামলোকে এসে এই জায়গাটি কিন্তু মিস করলে চলবে না ।