জোচ্চোর,ফাঁসিতে চড়ানো উচিত ; অবৈধ চাকরি প্রাপকদের কটাক্ষ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির
ভোটের আবহে SSC নিয়ে বড়সড় রায় দিল কলকাতা হাইকোর্ট। আর তা নিয়েই এবার সাড়া পড়ে গিয়েছে রাজ্য- রাজনীতিতে। বলাবাহুল্য, বিচারকার্য ছেড়ে সদ্য রাজনীতিতে যোগ দেওয়া প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এই ইস্যুকেই হাতিয়ার করেছেন। বর্তমান তৃণমূল পরিচালিত রাজ্য সরকারের পাশাপাশি অবৈধ চাকরি প্রাপকদের কড়া ভাষায় নিন্দা করেছেন তিনি। অবৈধ চাকরি প্রাপকদের ফাঁসিতে চড়ানো উচিত বলে মন্তব্য করেছেন প্রাক্তন বিচারপতি।
এদিন রায়দানের পর ঘুষ দিয়ে চাকরি পাওয়া প্রার্থীদের প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে অভিজিৎ গাঙ্গুলি কার্যত মেজাজ হারিয়ে বলেন, “জোচ্চোর, তোমাদের ফাঁসিতে চড়ানো উচিত।”
উল্লেখ্য, আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শাব্বর রশিদির ডিভিশন বেঞ্চের তরফে ২০১৬ সালের সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেওয়া হয়েছে। এর ফলে বাতিল হয়েছে ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি।