ক্ষমতা থাকলে এই সরকারকে কান ধরে টেনে নামিয়ে দিতাম, SSC-র রায় নিয়ে কটাক্ষ অভিজিৎ গাঙ্গুলির
নিয়োগ দুর্নীতি মামলায় বড় ধাক্কা খেল রাজ্য। এনিয়ে এবার সরব হলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। তিনি বলেন, “মিথ্যাচারী মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত। তিনি হিন্দু ও মুসলমান উভয়কেই ঠকিয়েছেন।” তিনি আরও বলেন, “ক্ষমতা থাকলে এই সরকারকে কান ধরে টেনে নামিয়ে দিতাম।”
কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শাব্বর রশিদির ডিভিশন বেঞ্চের তরফে ২০১৬ সালের সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেওয়া হয়েছে। এর ফলে বাতিল হয়েছে ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি। আর এই চাকরি বাতিল প্রসঙ্গে বর্তমান সরকারকে কার্যত তুলোধনা করলেন প্রাক্তন বিচারপতি।
মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে কটাক্ষ করে প্রাক্তন বিচারপতি বলেন, “এই মুখ্য়মন্ত্রীর তো ক্ষমতায় থাকার কোনও কারণ নেই, কোনও অধিকার নেই। আমি যতটা কঠোরতা দেখাতে পারিনি, তার থেকেও বেশি কঠোর হয়েছে এই ডিভিশন বেঞ্চ। তবে এর সুদূরপ্রসারী প্রভাব পড়েছে। ভোটে এর প্রভাব পড়বে। এটি একটি নির্ণায়ক রায়। বোঝা যাচ্ছে যে, কতটা জোচ্চোর সরকারের অধীনে আমরা আছি।”