বাগদান সারলেন আব্দু রোজ়িক, কনে কে ?
বিগবসের পর থেকে ভারতবাসীর কাছেও দারুণ জনপ্রিয় হয়ে ওঠেন আব্দু রোজ়িক (Abdu Rozik)। সলমন খানেরও বড্ড প্রিয় তিনি। এবার নিজের জীবনের অন্যতম বড় খবরটি শেয়ার করে ভক্তদের রীতিমতো অবাক করে দিয়েছেন আব্দু। শেষমেশ বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চলেছেন তিনি। সম্প্রতি এনগেজমেন্টের ছবি শেয়ার করেছেন তাজিকিস্তানের এই সংগীত শিল্পী।
জানা গেছে, শারজার ১৯ বছর বয়সী আমিরাকে বিয়ে করছেন তিনি। কিন্তু বাগদত্তা সম্পর্কে তেমন কোনও বিস্তারিত তথ্য সামনে আনেননি আব্দু। ইনস্টাগ্রামে যে ছবি শেয়ার করেছেন, সেখানেও কনের মুখ ঢাকা। তাই কে এই কনে, তা জানার জন্য আপাতত সঠিক সময় ও বিয়ের অনুষ্ঠানের জন্য অপেক্ষা করতে হবে।
আরও পড়ুন : Heeramandi Review: রূপের ঝলকানিতে কোথাও যেন ঢাকা পড়ল হীরামান্ডির মূল গল্প
সূত্রে খবর,ফেব্রুয়ারিতে দুবাইয়ের এক শপিং মলে আমিরার সঙ্গে আব্দুর দেখা হয়। তারপর প্রেম ও বিয়ে করার সিদ্ধান্ত। আগামী ৭ জুলাই হবে বিয়ের অনুষ্ঠান।
সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্য়ানেল- https://www.youtube.com/@NagarNama424
ফলো করুন ফেসবুক পেজ– https://www.facebook.com/nagarnamanews
ফলো করুন X হ্য়ান্ডেলে – https://twitter.com/nagarnama