খবরদেশরাজ্য

আর জি কর কাণ্ড: সঞ্জয়ের হয়ে লড়ছেন এক মহিলা আইনজীবী!

আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় গোটা দেশ। নবান্ন অভিযান, বনধ, বিরোধীদের প্রতিবাদ মিছিলের রাজনীতি থেকে শুরু করে পথে নেমেছে সুশীল সমাজ। নিঃসন্দেহে এর মাঝে নজর কেড়েছ মেয়েদের রাত দখল অভিযান। বহুদিন পর এমন ঐক্য়বদ্ধ আন্দোলনের সাক্ষী থেকেছে তিলোত্তমা। ধর্ষকদের বিরুদ্ধে গর্জে উঠেছে আট থেকে আশি সকলে। আর সেই জনরোষ আছড়ে পড়েছে কোর্ট চত্বরেও। এর জেরেই এই নৃশংস ঘটনায় মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের পক্ষ নেয়নি কোনও আইনজীবী। কিন্তু অভিযোগকারীর পাশাপাশি অভিযুক্তেরও ন্যায়বিচার পাওয়ার অধিকার আছে। আর সেই সূত্রেই সঞ্জয় রায়ের হয়ে সওয়াল করতে নেমেছেন এক আইনজীবী। তিনি আবার মহিলা। নাম কবিতা সরকার। ২৫ বছরের কর্মজীবনে আপাতত সবচেয়ে বড় মামলা এখন তাঁর কাঁধে।

কে এই কবিতা সরকার ?

যারা আইনি খরচ বহন করতে পারে না বা যাদের মামলা নিতে চায় আইনজীবীরা। বরাবর তাঁদের রক্ষাকর্তা হয়ে ওঠেন হুগলির মহসিন কলেজ থেকে আইন বিষয়ে স্নাতক কবিতা। আলিপুর আদালত থেকে কর্মজীবন শুরু। গতবছর বদলি হন শিয়ালদা আদালতে। ৫২ বছরের কবিতা বর্তমানে লিগ্য়াল এইড ডিফেন্স কাউন্সিলের সদস্য।

সঞ্জয়ের আইনজীবী

তবে এতে নতুনত্ব কিছু নেই। ২৬/১১ মুম্বাই হামলায় পাকিস্তানি সন্ত্রাসী আজমল কাসব এবং নির্ভয়া গণধর্ষণ মামলায় অভিযুক্তদের সুষ্ঠু বিচারের জন্যও আইনজীবী নিয়োগ করা হয়েছিল। তেমনি সঞ্জয় রায়কেও আইনি প্রতিনিধিত্ব দেওয়া হচ্ছে। আর এই প্রেক্ষাপটেই মামলার ভার দেওয়া হয়েছে কবিতাকে। তাঁর মতে, আইন অনুযায়ী অভিযোগকারীর মতো বিচার পাওয়ার সমান অধিকার রয়েছে অভিযুক্তের। সেই নিয়মে রাজ্য সরকারের লিগ্যাল এইড কাউন্সিল সিস্টেমের তরফে এই দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে। তিনি আরও বলেন, “আরজি করের অভিযুক্তের হয়ে সওয়াল করে কোনও অস্বস্তি হয়নি। এটা আমার কাজ।লিগ্যাল এইডের আইনজীবী হিসেবে আমি বাকি মামলায় যেমন কাজ করি,এক্ষেত্রেও আইন মেনে সেই কর্তব্য পালন করছি এবং করব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *