ভারতের বাজারে আসতে চলেছে Motorola Edge 50 ultra, জেনে নিন বিস্তারিত
শীঘ্রই মোটোরলা ভারতের বাজারে আনতে চলেছে তাদের নতুন মোবাইল Motorola edge 50 ultra। X হ্যান্ডেলে একটি পোস্টে, মোটোরলা ইন্ডিয়া ঘোষণা করেছে যে আগামী ১৮ জুন তারা এই নতুন মডেলটি ভারতের বাজারে লঞ্চ করবে। তার সঙ্গে তারা ফ্লিপকার্টে একটি মাইক্রোসাইটও তৈরি করেছে। যেখানে এই নতুন মডেলটি সম্পর্কে বিস্তারিত খুঁটিনাটি দেওয়া রয়েছে।
আসুন দেখে নিই কী কী নতুন ফিচার রয়েছে এই ফোনটিতে:
এই স্মার্টফোনটিতে 1.5K রেজোলিউশন এবং 144Hz রিফ্রেশ রেট সহ একটি 6.7-ইঞ্চি pOLED ডিসপ্লে থাকছে। ডিসপ্লের ব্রাইটনেস 2500 নিটস্ পর্যন্ত এবং তার সঙ্গে 100% DCI-P3 কালার gamut কভারেজ রয়েছে বলে দাবি করা হয়েছে। এছাড়া, Edge 50 Ultra-তে থাকছে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং গরিলা গ্লাস ভিকটাস। সঙ্গে থাকছে IP68 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেটিং। এই হ্যান্ডসেটটিতে রয়েছে Snapdragon 8s Gen 3 চিপসেট এবং Moto AI।
এছাড়া Motorola Edge 50 Ultra-তে থাকবে 12GB RAM এবং 512GB ইনবিল্ট স্টোরেজ। ফোনটিতে 125W পর্যন্ত ওয়্যারড এবং 50W পর্যন্ত ওয়্যারলেস ফাস্ট চার্জিং করা যাবে।
মোটোরলার দাবি অনুযায়ী, মডেলটিতে স্মার্ট কানেক্ট ফিচার থাকবে, যাতে ব্যবহারকারীরা তাদের নিজস্ব ল্যাপটপে ফোনের অ্যাপগুলো চালাতে, টেক্সট কপি ও পেস্ট করতে এবং অন্য ডিভাইসের সঙ্গে ডেটা ভাগ করতে পারে এবং ফোনটিকে ওয়েবক্যাম হিসাবেও ব্যবহার করতে পারে।
এটিতে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে, যাতে OIS ফিচার সহ 50-মেগাপিক্সেলের একটি প্রাথমিক ক্যামেরা এবং তার সঙ্গে একটি 50-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং 3x অপটিক্যাল জুম সহ একটি 64-মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা রয়েছে।এছাড়া, সামনে থাকছে একটি 50-মেগাপিক্সেলযুক্ত সেলফি শুটার। এছাড়াও ক্যামেরা সিস্টেমে AI অ্যাডাপটিভ স্ট্যাবিলাইজেশন এবং 100x AI সুপার জুম রয়েছে।
ভারতে Motorola Edge 50 Ultra-র দাম
মোটোরলা এখনও অফিসিয়ালি ভারতে Edge 50 Ultra- র দাম কী হবে তা প্রকাশ করেনি। কিন্তু বিদেশে এর দাম রয়েছে EUR 999, ভারতীয় মুদ্রায় যা প্রায় 89,000 টাকা। তবে জানা গিয়েছে, মটোরোলা এই মডেলটিকে তাদের ফ্ল্যাগশিপ সিরিজের মধ্যেই রাখবে। তিনটি রঙে পাওয়া যাবে এই ফোনটি পিচ ফাজ, ফরেস্ট গ্রে, এবং উড কালার।
সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল-https://www.youtube.com/@NagarNama424
ফলো করুন ফেসবুক পেজ-https://www.facebook.com/nagarnamanews