পঞ্জাবে দু’টি মালগাড়ির ধাক্কা, আহত ২
ভোররাতে পঞ্জাবের সিরহিন্দের মাধোপুরের কাছে লুধিয়ানা-আম্বালা মেন ট্র্যাকে দু’টি মালগাড়ির সংঘর্ষ। এর জেরে গুরুতরভাবে আহত হন দুই লোকো পাইলট। তাঁদের শ্রী ফতেহগড় সাহেব সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রেলওয়ে পুলিশের এক আধিকারিক জানান, রবিবার সকালে সিরহিন্দ রেল স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি মালগাড়িকে পিছন থেকে অন্য একটি মালগাড়ি ধাক্কা দিলে ২ লোকো পাইলট আহত হন। তিনি আরও জানান, দুর্ঘটনার জেরে ৭টি ট্রেন বাতিল করা হয়েছে।
জানা গেছে, আহত দু’জন লোকো পাইলটের নাম বিকাশ কুমার এবং হিমাংশু কুমার। এবিষয়েে ফতেহগড় সাহেব সিভিল হাসপাতালের এক চিকিৎসক জানান, বিকাশ কুমারের মাথায় এবং হিমাংশু কুমারের পিঠে আঘাত লেগেছে। আহতদের পাতিয়ালার একটি হাসপাতালে রেফার করা হয়েছে।
সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল-https://www.youtube.com/@NagarNama424
ফলো করুন ফেসবুক পেজ-https://www.facebook.com/nagarnamanews