২৪ বছরের শাসনকালের ইতি, মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা নবীন পট্টনায়েকের
লোকসভা ভোটের পাশাপাশি গতকাল ওড়িশায় বিধানসভা ভোটের ফলাফল সামনে আসে। আর তাতেই এক নতুন অধ্যায়ের সূচনা হয়। গেরুয়া ঝড়ের মুখে পড়ে বিধানসভা ভোটে হেরে যায় নবীন পট্টনায়েকের BJD। এর জেরেই এবার মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন নবীন পট্টনায়েক (Naveen Patnaik)।
উল্লেখ্য, ১৯৯৭ সাল থেকে ওড়িশায় শাসন করে চলেছে বিজু জনতা দল। কিন্তু ২০২৪ সালে এসে ডুবল BJD- র তরী। এমনকি ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকও তাঁর বিধানসভা আসন থেকে নির্বাচনে হেরে গেলেন। গত ২৪ বছর ধরে ক্ষমতায় থাকা পট্টনায়ক প্রথমবার মাথা নত করলেন BJP -র কাছে। তাই এবার ওড়িশায় ক্ষমতায় আসছে নতুন সরকার।
প্রসঙ্গত, ওড়িশা বিধানসভায় মোট ১৪৭টি আসন রয়েছে। BJP পেয়েছে ৭৭টি আসন। BJD ৫২টি আসন পেয়েছে।