বর্ষায় চুলের যত্ন নিন, কাজে দিতে পারে এই ঘরোয়া উপায়গুলি
বর্ষার সময় চুলের যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। কখনও বৃষ্টিতে ভিজছেন, কখনও রোদ পুড়ছেন। এতে চুলের স্বাস্থ্য নষ্ট হয়ে যায়।চুল রুক্ষ-শুষ্ক হয়ে যায়। এক্ষেত্রে ডার্মাটোলজিস্ট ও কসমেটোলজিস্টরা চুলের যত্ন নিতে একাধিক পরামর্শ দিয়ে থাকেন। আসুন জেনে নেওয়া যাক এমনই কিছু ঘরোয়া উপায় সম্পর্কে।
চুলের যত্ন নেওয়ার ঘরোয়া উপায়
ডিম-মধু-দই
ডিম-মধু-দইয়ের মিশ্রণ ব্যবহার করা যেতে পারে। এক্ষেত্রে একটি পাত্রে দুটি ডিম, ২ চামচ দই, অর্ধেক লেবুর রস ও কয়েক ফোঁটা মধু মিশিয়ে নিতে হবে। তারপর চুলে লাগানো যেতে পারে। আধঘণ্টা পর চুল ধুয়ে নিতে হবে।
প্রোটিন ডায়েট
ডায়েটে প্রোটিনের কথা মাথায় রাখতে হবে। কারণ চুলের গোড়া মজবুত করতে ও চুলের স্বাস্থ্য বজায় রাখতে প্রোটিন অত্যন্ত জরুরি। এক্ষেত্রে মরশুমি শাক-সবজি, ফল, সুবজ শাক-সবজি, ডাবের জল অত্যন্ত জরুরি।
ভিনিগার
ভিনিগার দিয়ে চুল ধোওয়া যেতে পারে। এক্ষেত্রে এক কাপ ঈষৎ উষ্ণ জলে ২ চামচ ভিনিগার মিশিয়ে ভালো করে চুলে মালিশ করতে হবে। পরে চুল ধুয়ে ফেলতে হবে। এটি চুলের গোড়া মজবুত করার পাশাপাশি ঔজ্জ্বল্য ফেরায়।