রোজনামচাসুস্থ থাকুন

বর্ষার মরশুমে চোখের সংক্রমণ থেকে বাঁচতে মাথায় রাখুন এগুলি

বর্ষার মরশুমে একাধিক সংক্রমণের পাশাপাশি একটি বড় সমস্যা হল চোখের সংক্রমণ। সাধারণত, বিষয়গুলি গুরুত্ব দিয়ে দেখি না আমরা, তবে সময় মতো চিকিৎসা না হলে তা মারাত্মক রূপ নিতে পারে। এক্ষেত্রে কিছু সাধারণ বিষয় মাথা রাখতে হবে। তাহলেই মিলবে সমস্যার সমাধান। এক্ষেত্রে অপথালমোলজিস্টরা কিছু পরামর্শ দিয়ে থাকেন। আসুন জেনে নেওয়া যাক বিশদে।

বাড়ি থেকেই শুরু হোক সাবধানতা অবলম্বন। বাড়িতে হাত-মুখ মোছার তোয়ালে, গামছা সবসময় পরিষ্কার রাখতে হবে। অন্য কারও ব্যবহার করা তোয়ালে বা গামছা ব্যবহার না করাই ভালো। কারণ স্পর্শের মাধ্যমে ভাইরাসের সংক্রমণ ঘটতে পারে। বাইরে থেকে ঘরে ঢুকলেই হাত-পা ভালো করে ধুয়ে নিতে হবে। পাশাপাশি নিত্য ব্যবহার্য সামগ্রীগুলি স্যানিটাইজ করে নিলে ভালো। তাহলে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া থেকে প্রাথমিকভাবে রক্ষা পাওয়া যায়।

বৃষ্টিতে ভেজার চক্করে অনেক সময় বড়সড় মাশুল দিতে হয়। বৃষ্টির জল সরাসরি চোখের উপর পড়লে কিন্তু একাধিক সমস্যা দেখা যায়। প্রাথমিকভাবে চোখ লাল হয়ে যাওয়া, জ্বালা জ্বালা ভাব থেকে শুরু করে কর্নিয়াল আলসার পর্যন্ত হতে পারে।

অনেকেই কনট্যাক্ট লেন্স ব্যবহার করেন। বর্ষার মরশুমে কনট্যাক্ট লেন্সের বদলে চশমা ব্যবহার করা উচিত। কারণ কনট্যাক্ট লেন্সে জল পড়লে একাধিক সমস্যা হতে পারে।

উল্লেখ্য়, যদি কারও কনজাংটিভাইটিস হয়, তাহলে নিজে থেকে কোনও পদক্ষেপ না নেওয়াই ভালো। এমনকি, স্থানীয় দোকান থেকে বা ওষুধ দোকানির পরামর্শে কোনও আই ড্রপার ব্যবহার করা উচিত নয়। কারণ এই ধরনের ড্রপারের মধ্যে স্টেরয়েড থাকে, যা চোখের জন্য অত্যন্ত ক্ষতিকর। এক্ষেত্রে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিয়ে সঠিক চিকিৎসা পদ্ধতি অবলম্বন করতে হবে।

এইসময় পরিবারের ছোটো সদস্যদেরও সাবধানে রাখতে হবে। জলে-কাদায় বাইরে খেলাধুলো বা বৃষ্টিতে ভেজার পর বাচ্চাদের শরীরে সংক্রমণের সম্ভাবনা বেড়ে যায়। তাই তাদের খেয়াল রাখতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *