ছবিঘরবলি-হলিসেলুলয়েড

ভাগ্যের ফেরে কী থেকে কী হয়ে গেলেন কিয়ারা!

‘MS ধোনি দ্য় আনটোল্ড স্টোরি’ সিনেমায় প্রথম তাঁর উপস্থিতি চোখে পড়েছিল বলিউড দর্শকদের। কিন্তু সেবার মেয়েটি দর্শক মনে সেভাবে দাগ কাটতে পারেননি। তাঁর একাধিক সিনেমার মধ্যে ‘কবীর সিং’ খ্যাত প্রীতি চরিত্রটি বলিপাড়ায় তাঁর পায়ের তলার জমি শক্ত করেছিল প্রথম। ব্যাস তারপরে আর তাঁকে পিছনে ফিরে তাকাতে হয়নি । তিনি হলেন বর্তমানে বলিউডের ক্রাশ কিয়ারা আদবানি ।

এ জীবনে সকলের সব স্বপ্নপূরণ হয় না। আজকে সাফল্যের শীর্ষে থাকা কিয়ারার কাছেও তাই প্ল্যান বি ছিল।

যদি তিনি বলিউডে একজন সফল অভিনেত্রী না হতেন তবে তিনি কী হতে চেয়েছিলেন জানেন?

সাম্প্রতিককালে রেডিও সিটি নামক একটি চ্যানেলে প্রচারে আসেন কিয়ারা। সেখানে তিনি জানান যে, বলিউডে আসার আগে তিনি একটি নার্সারি স্কুলের শিক্ষিকা ছিলেন।

এ তো আর বড়দের পড়ানো নয় যে তারা কথা শুনবে,বুঝবে। তাই খুদেদের পড়ানোর ফাঁকে তিনি বদলেছেন ডায়পারও।

এই স্কুলটি ছিল অভিনেত্রীর মা জেনেভিভ আদবানির। আর সেখানেই তিনি কর্মজীবনের প্রথম পাঠ শিখেছেন। এই প্রশিক্ষণ তাঁকে ‘গুড নিউজ়’ , ‘কবীর সিং’ এর মতো সিনেমায় গর্ভবতীর পাঠ করতে সাহায্য করেছে।

বলিউডে পা রাখার আগে তিনি তেলুগু সিনেমা দিয়ে পথ চলা শুরু করেছিলেন। বিটাউনে আসার পর ভিন্ন ভিন্ন ধাঁচের সিনেমাতে নিজেকে প্রমাণ করলেও ‘সত্যপ্রেম কি কথা’ ছবির জন্য বেশ জনপ্রিয়তা পান।

বর্তমানে তাঁকে ‘ ওয়ার টু’ সিনেমায় হৃতিক রোশন ও জুনিয়র NTR এর বিপরীতে দেখা যাবে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। আসন্ন ইদে সলমান খানের সঙ্গে মুরুগাডোস পরিচালিত ‘সিকন্দর’ ছবিতে জুটি বাঁধতে চলেছেন সিদ্ধার্থ গৃহিণী।

ছবি সৌজন্যে- ইনস্টাগ্রাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *