টলিপাড়াসেলুলয়েড

প্রজাপতি, আবার এক ছবিতে দেব ও মিঠুন

রাজনীতির আঙিনায় তারা একে অপরের প্রতিদ্বন্দ্বী। তবে সিনেমা তাদের বারবার মিলিয়ে দেয়। আর সেই সূত্র ধরেই এবার জুটি বাঁধতে চলেছেন দেব ও মিঠুন চক্রবর্তী। নেপথ্য়ে রয়েছেন পরিচালক অভিজিৎ সেন।

ছবির নাম প্রজাপতি। তবে শুধু দেব বা মিঠুন চক্রবর্তী নন, রয়েছে আরও একটি বড় চমক। কয়েক দশক পর মিঠুনের সঙ্গে একই ফ্রেমে দেখা যাবে মমতা শঙ্করকে। ইতিমধ্যেই ছবির শ্যুটিং শুরু হয়ে গিয়েছে। সব ঠিক থাকলে ২৩ ডিসেম্বর মুক্তি পাবে প্রজাপতি।

মাচো ইমেজ, নাচ-গান, অ্য়াকশন ছেড়ে নিজেকে অন্য ধারার ছবিতেও সহজ করার চেষ্টা করে চলেছেন দেব। গতবছর মুক্তি পেয়েছিল টনিক। দর্শকদের মন জিতে নিয়েছিল সেই ছবি। কিশমিশের সাফল্যও নজর কেড়েছিল। এবার দেখার দেবের নতুন প্রজাপতি হলে হলে কতটা ডানা মেলে উড়তে পারে। আপাতত মুক্তির অপেক্ষায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *