কিস্তিমাত করতে পারল কি দাবাড়ু ?
পথিকৃৎ বসু পরিচালিত উইন্ডোজ় প্রোডাকশনের ছবি ‘দাবাড়ু’ গতকালই সিনেমা হলে মুক্তি পেয়েছে। গ্র্যান্ডমাস্টার সূর্যশেখর গঙ্গোপাধ্যায়ের জীবন থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে ছবিটি। “শতরঞ্জ কে খিলাড়ি”র পর ভারতীয় সিনেমায় কেউ দাবা নিয়ে ছবি তৈরির চেষ্টা করেছেন বলে তো মনে পড়ে না। তাও আবার একজন গ্র্যান্ডমাস্টারের জীবনের লড়াইকে তুলে ধরা। ছবিটির টিজারেই বলা হয়েছিল, “First ever film based on chess in the history of Indian cinema”। এই প্রচেষ্টার জন্য শিবপ্রসাদ মুখার্জি এবং নন্দিতা রায়কে কুর্নিশ জানাতেই হয়। এবার দেখে নেওয়া যাক কেমন হল ছবিটি ?
ছবিতে সূর্যশেখরের আদলে তৈরি করা হয়েছে সৌর নামের চরিত্রকে। ছোটোবেলা থেকে সৌরের মা ও দাদুর কাছে দাবা খেলতে শেখা থেকে শুরু করে গ্র্যান্ডমাস্টার হয়ে ওঠার সফর এবং তাঁর সফলতার পিছনে পরিবারের লড়াইয়ের গল্পই রয়েছে সমস্ত ছবিজুড়ে।
আরও পড়ুন : Heeramandi Review: রূপের ঝলকানিতে কোথাও যেন ঢাকা পড়ল হীরামান্ডির মূল গল্প
দাবা বুদ্ধির খেলা। ক্রিকেট বা ফুটবলের মতো অ্যাকশন বা উত্তেজনা নেই তাতে। আর এমনই একটা বিষয়ে তৈরি কোনও ছবি দর্শককে হলে দু’ঘণ্টা বসিয়ে রাখতে পারলে, সত্যিই তারিফযোগ্য। এক্ষেত্রে বড় ভূমিকা নেয় লেখনী। এই জন্য অরিত্র বন্দ্যোপাধ্যায়ের চিত্রনাট্য, অর্পণ গুপ্তের সংলাপ রচনাকে সাধুবাদ জানাতেই হয়। আলাদা করে প্রশংসা রাখে পথিকৃৎ বসুর পরিচালনা। একজন খেলোয়াড়ের জীবন সংগ্রামটা ধরতে পেরেছেন তিনি, যা মানুষকে অনুপ্রেরণা জোগাবে।
অভিনয়ের ক্ষেত্রে প্রত্যেকেই যথাযথ। কিন্তু ছোট্ট সৌরর ভূমিকায় সমদর্শী সরকার মুগ্ধ করবে দর্শকদের। কিশোর সৌরর চরিত্রে অর্ঘ্য বসু রায়ও দারুণ। ঋতুপর্ণা সেনগুপ্ত অসহায় অথচ হাল না-ছাড়া মায়ের ভূমিকায় নিজের পুরোটা ঢেলে দিয়েছেন। আবেগের দৃশ্যগুলিতে তাঁর অভিনয় উল্লেখযোগ্য। যত্নবান প্রশিক্ষকের রোলে চিরঞ্জিৎ চক্রবর্তী ভালো অভিনয় করেছেন। এবং আর একজন কোচের চরিত্রে কৌশিক সেনও দুর্দান্ত। তবে গোটা ছবিতে দর্শকদের মনকে সবথেকে বেশি নাড়া দেবে দাদুর চরিত্রে দীপঙ্কর দে’র অভিনয়। “বড়ো খেলোয়াড়ের আসল পরীক্ষা জিতে আসায় নয় ফিরে আসায় হয়।” এই ধরনের সংলাপগুলি তাঁর গলায় শুনে গায়ে কাঁটা দিতে বাধ্য। ছবির গানগুলিও খুবই সুন্দর এবং ছবিতে যথাযথভাবে ব্যবহার করা হয়েছে।
সবমিলিয়ে উইন্ডোজ় তাঁর প্রথাগত ধাঁচের বাইরে গিয়ে নতুন কিছু করার প্রচেষ্টা করেছে, যা দর্শকদের মনে দাগ কাটতে বাধ্য। তাই দেরি না করে সপরিবারে হলে গিয়ে দেখে আসুন ছবিটি।
সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্য়ানেল- https://www.youtube.com/@NagarNama424
ফলো করুন ফেসবুক পেজ– https://www.facebook.com/nagarnamanews
ফলো করুন X হ্য়ান্ডেলে – https://twitter.com/nagarnama