বলি-হলিসেলুলয়েড

হাসি আর কান্নার ভিড়ে ভাবাবে লাপাতা লেডিজ়

সদ্য নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে কিরণ রাও পরিচালিত লাপাতা লেডিজ় (Lapataa Ladies)। কোনও গল্প যদি মজবুত হয় এবং তা যদি দক্ষতার সঙ্গে উপস্থাপন করা যায় তাহলে বড় স্টারকাস্ট ছাড়াই যে দর্শককে পর্দার সামনে বসিয়ে রাখা যায়, তা প্রমাণ করেছে এই ছবিটি। বলাবাহুল্য, প্যান ইন্ডিয়ান বিগ বাজেট spectacle-র ছবির জমানায় প্রোডিউসাররা যখন এই ধরনের সোশ্যাল ড্রামা OTT-তেই বেশি রিলিজ় করে থাকেন, সেই জায়গায় দাঁড়িয়ে এই ছবিটিকে সিনেমা হলে রিলিজ় করে বেশ সাহসিকতার পরিচয় দিয়েছেন আমির খান।

গল্প
বিয়ে করে বাড়িতে আনতে আনতে ট্রেনে বদল হয়ে যায় দীপকের (স্পর্শ শ্রীবাস্তব) সদ্য বিবাহিত স্ত্রী। সে স্ত্রী ফুলের (নিতানশি গোয়েল) বদলে বাড়ি নিয়ে আসে পুষ্পাকে(প্রতিভা রানটা)। যে কি না অন্য একজনের বিবাহিত স্ত্রী । এরপর চলে পুলিশের ইনভেস্টিগেশন। শেষ পর্যন্ত ফুলকে কি খুঁজে পাবে দীপক ? এটাই ছবির মূল গল্প।

পরিচালনা
দীর্ঘ ১২ বছর পর আবার ডিরেক্টরের চেয়ারে প্রত্যাবর্তন করে ম্যাজিক দেখালেন কিরণ রাও। গল্পের খুঁটিনাটির উপর খুবই দক্ষতার সঙ্গে নজর দিয়েছেন তিনি। কোনও বড় তারকা, বিশাল বাজেট ছাড়াও যে দর্শককে ভরপুর আনন্দ দেওয়া যায় সেটাই প্রমাণ করেছেন তিনি।

আরও পড়ুন : করিব করিব সিঙ্গল থেকে গেলাম…

সঙ্গীত
রাম সম্পতের সঙ্গীত পরিচালনায় ছবির গানগুলি গল্পের গতিকে অব্যহত রেখেছে। গল্পের টানাপোড়েনের সঙ্গে গানগুলি অত্যন্ত মানানসই। অরিজিৎ সিংয়ের গাওয়া সজনীরে গানটি মন ছুঁয়ে যায়।

অভিনয়
যাঁদের জন্য ছবিটি মানুষের মন ছুঁয়ে যাবে তাঁরা হলেন এই ছবির অভিনেতা-অভিনেত্রী। প্রধান চরিত্র থেকে পার্শ্ব চরিত্র সকলের অভিনয়ই প্রশংসাযোগ্য। মঞ্জু মাইয়ের ছায়া কদম উল্লেখযোগ্য। তাছাড়া দীপকের চরিত্রে স্পর্শ শ্রীবাস্তব এককথায় অসাধারণ। গ্রাম্য ছেলের বডি ল্যাঙ্গুয়েজ এবং সারল্যকে দক্ষতার সঙ্গে ফুটিয়ে তুলেছেন তিনি। নিতানশি গোয়েল এবং প্রতিভা রানটাও অসাধারণ। ফুলের সারল্য আপনাকে মুগ্ধ করবে। কিন্তু যিনি সবচেয়ে বেশি নজর কেড়েছেন তিনি হলেন রবি কিষাণ। যখনই পর্দায় এসেছেন, চোখ সরানো যায়নি।

কেমন হল এই ছবি

দু’ঘণ্টার এই ছবিটি শেষপর্যন্ত দর্শককে বেঁধে রাখে। কোনও ওভার দ্য টপ অ্যাকশন দৃশ্য বা ডায়ালগ ছাড়াই একটি খুব সুন্দর বার্তা দেয়। ছবির রিয়ালিস্টিক ডায়ালগ খুবই সূক্ষ্মভাবে নারী সশক্তিকরণের পাশাপাশি পুরুষতান্ত্রিক সমাজের অসহনীয় দিকগুলিকে চোখে আঙুল দিয়ে দেখিয়েছে। তাই অবসরে সুযোগ বুঝে দেখে ফেলুন এই ছবি, হতাশ হবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *