বলি-হলিসেলুলয়েড

শাড়িতে ২৩ ফুটের আঁচল, মেট গালায় রাজকন্য়া আলিয়া

৬ মে অনুষ্ঠিত হল বহু চর্চিত একটি ফ্যাশন ইভেন্ট মেট গালা ২০২৪। সেখানে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন আলিয়া ভাট। অভিনেত্রী সোশ্য়াল মিডিয়ায় সাদা-কালো ছবি পোস্ট করে তার লুক কী হতে পারে তার ঝলক দিয়েছিলেন। এই বছরে মেট গালার থিম ছিল স্লিপিং রিওয়াকেনিং ফ্যাশন। নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজ়িয়ামে অনুষ্ঠানটি হয়। ফিল্ম, ফ‍্যাশন, সংগীত  খেলাধুলা সমস্ত কিছু মিলে ২০২৪-র মেট গালায় ছিল তারকার ছড়াছড়ি।

১৬৩ জন কারিগর অক্লান্ত পরিশ্রম করে তৈরি করেছেন এই শাড়ি

আলিয়া যখন মেট গালায় পৌঁছান তখন তাঁর দিক থেকে চোখ সরাতে পারেননি ফ্য়ানরা। ভাইরাল হতে শুরু করে আলিয়ার লুক। তিনি বেছে নিয়েছিলেন ডিজ়াইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের তৈরি এমব্রয়ডারি শাড়ি। তাঁর আঁচল ছিল ২৩ ফুট লম্বা। সেই শাড়িতে আলিয়াকে ঠিক যেন ভারতীয় রাজকন্য়ার মতো লাগছিল। 

শাড়িটি তৈরি করতে সময় লেগেছে ১৯৬৫ ঘণ্টা

২০২৩ সালে প্রথমবার মেট গালায় পা রেখেছিলেন আলিয়া ভাট। দ্বিতীয়বার সব্যসাচীর তৈরি শাড়িতে তিনি মেট গালায় উপস্থিত হন। শাড়ির আঁচলের দৈর্ঘ্য় ছিল ২৩ ফুট, যেটি তৈরি করতে সময় লেগেছিল ১৯৬৫ ঘণ্টা। শাড়িটি বিভিন্ন রত্ন ও পাথর দিয়ে হাতে করে তৈরি করা হয়েছে। শাড়িটি সামলাতে মেট গালায় ৬ জনের দরকার পড়েছিল। মাথায় একটি ব্যান্ড, কানে দুল, আংটি আর মেকআপে তাঁকে যেন অপ্সরা লাগছিল। বলাই চলে আলিয়া নেক টু নেক কম্পেটিশন দিয়েছে হলি তারকাদের।

সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্য়ানেল- https://www.youtube.com/@NagarNama424

ফলো করুন ফেসবুক পেজ– https://www.facebook.com/nagarnamanews

ফলো করুন X হ্য়ান্ডেলে – https://twitter.com/nagarnama

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *