কুর্নিশ (পর্ব – ৩)
সকাল থেকে বিকেল। বিকেল পেরিয়ে রাত। কিন্তু দুটো পায়ের কোনও বিশ্রাম নেই। এক নতুন লক্ষ্যে এগিয়ে চলেছে তারা। গল্পটা প্রীতি লালার। টানা ২৪ ঘণ্টা ধরে দৌড়ানোর পাশাপাশি ২৩ জন পুরুষ প্রতিযোগীকে হারিয়ে রেকর্ড গড়লেন মুম্বইয়ের এই যোগ প্রশিক্ষক। ২৪ ঘণ্টায় মোট ১৯৩.৬০ কিলোমিটার দৌড়েছেন তিনি। তার এই রেকর্ড কুর্নিশ জানিয়েছেন ভারতবাসী। নগরনামার তরফেও কুর্নিশ।