খবরখেলাদেশরাজ্য

রাজনীতি, ক্রীড়া, স্থাপত্য থেকে উল্লেখযোগ্য ঘটনা; ফিরে দেখা ২০২৩

আরও একটি বছর অতিক্রান্ত। ২৩ পেরিয়ে আমরা পা দিতে চলেছি ২০২৪ সালে। সঙ্গে বয়ে নিয়ে চলেছি কিছু স্মৃতি। রাজনীতি, ক্রীড়া, স্থাপত্য থেকে শুরু করে একাধিক ক্ষেত্রে একের পর এক উল্লেখযোগ্য় ঘটনায় কেটে গেছে গোটা একটা বছর। আসুন ফিরে দেখা যাক।

সংসদ
বছরজুড়ে সংসদীয় রাজনীতি আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। এবছরের উল্লেখযোগ্ ঘটনা –
মহুয়া মৈত্রর সাংসদ পদ খারিজ
নিরাপত্তা লঙ্ঘণ। ১৩ ডিসেম্বর শীতকালীন অধিবেশন চলাকালীন আচমকা লোকসভা কক্ষের গ্যালারি থেকে অধিবেশন কক্ষের মধ্যে লাফিয়ে পড়ে ২ যুবক। ধোঁয়া স্প্রে করতে থাকে। ঘটনায় গ্রেপ্তার ৬ জন।
সংসদের দুই কক্ষ থেকে সাসপেন্ড ১৪৬ বিরোধী সাংসদ।


সংসদের উভয় কক্ষে মহিলা সংরক্ষণ বিল পাশ হওয়ার পর ২৯প্টেম্বর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অনুমোদন পেয়ে এটি আইনে পরিণত হয়েছে ৷
সংসদ থেকে বহিষ্কারের পর ফের ফিরে এলেন রাহুল গান্ধি।
নতুন সংসদ ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদি।

নির্বাচন ও রাজনীতি
হিন্দি বলয়ের তিন রাজ্যে জয় বিজেপির, তেলেঙ্গানা দখল কংগ্রেসের। ছত্তিসগড়, রাজস্থান এবং মধ্যপ্রদেশে সরকার গড়ে BJP।
২৮ টি বিরোধী দলের যৌথমঞ্চ ‘ইন্ডিয়া’ গঠন। লোকসভা নির্বাচনে বিজেপিকে হারাতে ২৮টি বিরোধী রাজনৈতিক দল এক ছাতার তলায় আসার সিদ্ধান্ত নিযেছে।

উত্তরাখণ্ডে টানেল দুর্ঘটনা, ১৭ দিন ধরে আটকে শ্রমিকরা
১২ নভেম্বর গোটা দেশ যখন দীপাবলির আনন্দে মেতে, তখন উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলায় নির্মাণাধীন টানেলে আটকে পড়েন শ্রমিকরা। টানা ১৭ দিন সুড়ঙ্গে আটকে থাকার পর শেষমেশ উদ্ধার করা হয় তাঁদের।

জাতিগত হিংসার শিকার মণিপুর
মে মাসের শুরু থেকেই জাতিগত হিংসায় জ্বলতে শুরু করে মণিপুর। প্রায় ২০০ জনের মৃত্যু হয়। এখনও অসংখ্য মানুষ ঘরছাড়া। নিখোঁজ বহু।

ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় মৃত প্রায় ৩০০ জন
২ জুন ওড়িশার বালাসোর জেলায় ৩টি ট্রেনের সংঘর্ষে প্রায় ৩০০ জনের মৃত্যু হয়। চেন্নাইগামী করমন্ডল এক্সপ্রেসের সঙ্গে মালগাড়ির সংঘর্ষে এক্সপ্রেসের ২২টি বগি লাইনচ্যুত হয়।

G20 শীর্ষ সম্মেলন আয়োজন করে ভারত
৯-১০ সেপ্টেম্বর দিল্লিতে G20 শীর্ষ সম্মেলনের আয়োজন করে ভারত। চিন বাদে জি-২০ সদস্য সমস্ত দেশের নেতারা এই বৈঠকে উপস্থিত হয়েছিলেন। এই সম্মেলন উপলক্ষ্যে শহরের বিভিন্ন স্থানে ১২৫টি ফোয়ারা এবং ৭০টি বড় ভাস্কর্য স্থাপন করা হয়েছে।

চাঁদে ভারত
ভারতের চাঁদে সফল অবতরণ। ২৩ অগাস্ট প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছে যায় ভারত। যা গোটা বিশ্বের কাছে এক দৃষ্টান্ত।

আরও পড়ুন : ১৪০ কোটির স্বপ্নপূরণ, চাঁদের মাটিতে ভারত

ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারত
টানা ১১ ম্যাচ অসাধারণ পারফরম্যান্স করে ফাইনালে ওঠে ভারত। অস্ট্রেলিয়া বিশ্বকাপ জিতলেও ভারতের দুরন্ত ফর্ম আর কোহলি-শামিদের অবদান মনে থেকে যাবে।

বাতিল করা হয়েছে ২০০০ টাকার নোট
১৯ মে ২০০০ টাকার নোট বাতিলের ঘোষণা করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

বন্দে ভারতের পর ২০২৩-এর শেষে আরও এক নতুন ট্রেন উপহার পেল দেশবাসী। সকলের পকেট-বান্ধব দ্রুত গতির আরামদায়ক ট্রেন অমৃত ভারতের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

এশিয়ান গেমস-২০২৩-এ অভাবনীয় সাফল্য পেয়েছে ভারত। সোনা, রুপো, ব্রোঞ্জ মিলিয়ে ১০৭টি মেডেল এসেছে ভারতের ঝুলিতে

রাশিয়া-ইউক্রেন, ইজরায়েল-হামাস বাহিনীর যুদ্ধে জেরে যখন বিশ্বের বিভিন্ন দেশের অর্থনীতি যখন নিম্নগামী। তখন বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনৈতিক দেশ হয়েছে ভারত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *