ফের বড় পর্দায় রঞ্জিত মল্লিক
মাঝে দীর্ঘ বিরতি। ফের বড় পর্দায় ফিরছেন রঞ্জিত মল্লিক। সঙ্গে সুপারহিট ছবি শত্রুর স্মৃতি। না, আগের ছবির সঙ্গে আসন্ন ছবি অপরাজেয়’র তেমন কোনও মিল নেই। তবে চরিত্রের নাম শুভঙ্কর সান্যাল। পুলিশের বদলে এবার আইনজীবীর ভূমিকায় দেখা যাবে অভিনেতাকে।
শ্যাম দাগার কাহিনি অবলম্বনে তৈরি হয়েছে এই ছবি। পরিচালনায় রয়েছেন নেহাল দত্ত। একজন সৎ আইনজীবীর ভূমিকায় দেখা যাবে রঞ্জিত মল্লিককে। যিনি সারাজীবন ন্যায়ের জন্য লড়াই করেছেন। তবে শেষ বয়সে একটি ঘটনা ঘিরে শুরু হয় টানাপোড়েন। আর এই টানাপোড়েন নিয়েই ছবির গল্প।
প্রসঙ্গত, রঞ্জিত মল্লিক ছাড়াও এই ছবিতে দেখা যাবে লাবণী সরকার, সাবিত্রী চট্টোপাধ্যায়, মৃণাল মুখোপাধ্যায়, সুমিত গঙ্গোপাধ্য়ায় প্রমুখ। ২৯ তারিখ মুক্তি পাবে ছবির ট্রেলার। আপাতত ছবি মুক্তির অপেক্ষা।