প্রয়াত মুলায়ম সিং যাদব
ভারতীয় রাজনীতিতে এক অধ্যায়ের অবসান। বিদায় নিলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদব। বয়স হয়েছিল ৮২ বছর।
বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন মুলায়ম। বার্ধক্যজনিত সমস্যার সঙ্গে তাঁর মূ্ত্রনালিতে সংক্রমণ দেখা দিয়েছিল। তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার থেকে ধীরে ধীরে শারীরিক অবস্থার অবনতি শুরু করে। স্থানান্তরিত করা হয় ICU-তে। শরীরে অক্সিজেনের মাত্রাও কমে গিয়েছিল। চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা চালিয়েছিলেন। কিন্তু শেষরক্ষা হল না।
প্রসঙ্গত, রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক মুলায়ম উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন। ইউনাইটেড ফ্রন্ট সরকারের প্রতিরক্ষা মন্ত্রীও ছিলেন। উত্তরপ্রদেশ থেকে ১০ বার বিধায়ক নির্বাচিত হন। ছিলেন সাতবারের সাংসদ।