একাধিক রোগে মহৌষধি নিম

নিম। এই বহু বর্ষজীবি চিরহরিৎ বৃক্ষের ঔষধি গুণ অনেক। বিশেষ করে এই বসন্তকালে নানা ধরনের রোগ ও ভাইরাস বাসা বাঁধে শরীরে। এক্ষেত্রে দারুণ উপকারী নিম। কিন্তু ঠিক কী কী সমস্যায় কাজে লাগে নিম ? আসুন জেনে নেওয়া যাক বিশদে।

নিমের উপকারিতা

এটি অ্যান্টি-ব্যাকটেরিয়াল হিসেবে কাজ করে। তাই যে কোনও ধরনের খোস পাঁচড়া, চুলকানি, হাম বা এই জাতীয় রোগে ব্যবহার করা হয় নিমপাতা। অনেক সময় হলুদের সঙ্গে বেটেও লাগানো হয়।

নিম পাতা ঘিয়ে ভেজে নিয়ে কোনও ক্ষতে লাগলে, দ্রুত সেই স্থানে আরাম পাওয়া যায়।

বসন্তকালে হাম, বসন্ত সহ এই ধরনের ভাইরাস থেকে বাঁচতে নিম পাতা খাওয়া হয়।

নিম গাছের ছালের গুঁড়ো গরম জলে মিশিয়ে খেলে কৃমির উপদ্রব থেকে রক্ষা পাওয়া যায়।

রূপচর্চা, ত্বকের দাগ, বলিরেখা, ব্রণ থেকে নানা সমস্যা দূর করতে নিমের জুড়ি মেলা ভার। পাশাপাশি ত্বকের ঔজ্জ্বল্য বজায় রাখে।

মাথার ত্বকে চুলকানি হয়। অনেক সময় চুল পড়তে শুরু করে। এক্ষেত্রে নিম তেল ব্যবহার করা যেতে পারে। এতে খুশকি, উকুন দূর হয়।

দাঁতের সংক্রমণ দূর করে দাঁত ও মাড়ি মজবুত রাখতে নিমের জুড়ি মেলা ভার। দাঁতের পচন, রক্তপাতও দূর করতে সক্ষম নিম।

রক্তের সুগার লেভেল নিয়ন্ত্রণে মোক্ষম দাওয়াই নিম। এক্ষেত্রে নিমের কচি পাতার রস প্রতিদিন সকালে খালি পেটে পান করতে হবে।

নিম ফুলের রস ওজন কমানোর ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী। এটি শরীরের চর্বি ভেঙে যায়। ওজন নিয়ন্ত্রণে থাকে।

রক্ত পরিষ্কার করতে নিমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রক্তচলাচল বাড়িয়ে হৃৎপিণ্ডের গতি স্বাভাবিক রাখে নিম।

জন্ডিস হলে প্রতিদিন সকালে নিম পাতার রসে মধু মিশিয়ে খাওয়া যেতে পারে।

নিমপাতা, নিমের বীজ ও বাকল বাতের ব্যথা সারাতে ওষুধ হিসেবে কাজ করে। বাতের ব্যথায় নিমের তেল অত্যন্ত উপকারী।

অ্যালার্জির সমস্যায় নিম পাতা ফুটিয়ে স্নান করা যেতে পারে। এক্ষেত্রে কাঁচা হলুদ ও নিম পাতা বেটে লাগানো যেতে পারে।

নিমের বিভিন্ন অংশের ব্যবহার

পাতা : আয়ুবের্দে নিম পাতার উপকারিতার কথা বলা রয়েছে। এটি অ্যান্টিসেপটিক হিসেবে ব্যবহৃত হয়। অনেকেই রান্না করে বা ভেজে খান।
ছাল : নিমের ছালে ইমিউনোমড্যুলেটরি পলিস্যাকারাইড আছে। এটি অ্যান্টিবডি তৈরি করতে সাহায্য করে।
নিমতেল : এর মধ্যে ট্রাইগ্লিসারাইড, ট্রাইটারপিনয়েড যৌগ আছে। রয়েছে এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড।
নিমের ডাল : দাঁত মাজায় ব্যবহৃত হয়। এটি দাঁত ও মাড়ি মজবুত করে। দাঁতের সংক্রমণ দূর করে।

Leave a Reply

Your email address will not be published.