লালকেল্লার মঞ্চ থেকে ৫ সংকল্পে অবিচল থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে মেতে উঠেছে গোটা দেশ। হিমালয় থেকে কন্যাকুমারী তেরঙ্গা পতাকায় সেজে উঠেছে ভারত। আর প্রতিবছরের মতো এবারও লালকেল্লায় সাড়ম্বরে পালিত হল স্বাধীনতা দিবস। যথাসময়ে এবারের লালকেল্লার মঞ্চ থেকে জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশপ্রেম, শহিদদের আত্মবলিদানের প্রসঙ্গের পাশাপাশি আজকের বক্তব্যে দেশকে এক নতুন পথে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিলেন তিনি। বললেন পাঁচ সংকল্পে অবিচল থাকার কথা।
প্রধানমন্ত্রী বলেন, আসন্ন বছরগুলিতে মোট পাঁচটি সংকল্পে অবিচল থাকার প্রতিজ্ঞা নিতে হবে আমাদের। এই সংকল্পগুলি হল –
ভারতের বিকাশ
দাসত্ব থেকে মুক্তি
আমাদের ঐতিহ্য ও উত্তরাধিকার নিয়ে গর্ব অনুভব
এক ভারত শ্রেষ্ঠ ভারত গঠন অর্থাৎ দেশের ঐক্যের শক্তিতে বিশ্বাস
নাগরিক কর্তব্য পালন
নারী সশক্তিকরণ, নারীদের সম্মান ও তাঁদের শ্রদ্ধার বিষয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী বলেন, ” শিক্ষা হোক বা বিজ্ঞান। খেলা বা যুদ্ধক্ষেত্র। দেশের মহিলারা এখন সর্বত্র শীর্ষস্থানে রয়েছেন। এক নতুন দক্ষতা ও আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে চলেছেন ভারতের মহিলারা। আসন্ন ২৫ বছরে মহিলাদের তরফে এক বিরাট অবদান থাকবে। যা এই ৭৫ বছরের থেকেও বেশি ও উল্লেখযোগ্য।”
দুর্নীতি ও পরিবারবাদ নিয়েও এদিনের মঞ্চ থেকে সরব হন প্রধানমন্ত্রী। এই দুটি বিষয়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কথা বলেন। মোদির কথায়, পরিবারবাদ সম্পর্কে আমাদের সচেতন হতে হবে। দেশকে মেধার ভিত্তিতে এগিয়ে নিয়ে যেতে হবে।