অভিযাত্রিক থেকে সুরারাই পোটরু, দেখে নিন এবারের জাতীয় পুরস্কারের খুঁটিনাটি
করোনার জেরে বছর দুয়েক ব্যাঘাত ঘটেছিল। এবার সেই বাধা কাটিয়ে আয়োজিত হল ৬৮ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের অনুষ্ঠান। ভারত সরকারের ডিরেক্টরেট অফ ফিল্ম ফেস্টিভ্যাল বিভাগের তরফে সম্মান প্রদান করা হল এবছরের সেরা ছবি ও তার সঙ্গে যুক্ত কলা-কুশলীদের। দক্ষিণের ছবি সুরারাই পোটরু থেকে অজয় দেবগণের তানাহজি। পরিচালক শুভ্রজিৎ মিত্রের অভিযাত্রিক থেকে শুরু করে নাট্যম। কারা পেল সেরার পুরস্কার। দেখে নেওয়া যাক।
রইল বিস্তারিত তালিকা :
সেরা ফিচার সিনেমা – সুরারাই পোটরু
সেরা পরিচালক – সচীদানন্দন কে আর
সেরা জনপ্রিয় ছবি – তানহাজি
সেরা অভিনেতা – সুরিয়া ও অজয় দেবগণ
সেরা অভিনেত্রী – অপর্ণা বালামুরালি

তানহাজির জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন অজয় দেবগণ
সেরা ডেবিউ পরিচালকের জন্য ইন্দিরা গান্ধী পুরস্কার – ম্যান্ডেলা
সেরা শিশুদের ছবি – সুমি
সেরা কোরিওগ্রাফি – নাট্যম
সেরা লিরিক্স – মনোজ মুন্তাসির (সাইনা)
সেরা সংগীত পরিচালক – এস থামান
সেরা সিনেমাটোগ্রাফি – অভিযাত্রিক
সেরা চিত্রনাট্য – সুরারাই পোটরু
সেরা ফিচার ছবি (হিন্দি) – তুলসীদাস জুনিয়র
সেরা বাংলা ছবি – অভিযাত্রিক
প্রসঙ্গত, নন-ফিচার এবং ফিচার দুটি বিভাগে পুরস্কার প্রদানের পাশাপাশি এবার বেশ কয়েকটি আঞ্চালিক ভাষায় তৈরি সিনেমাকেও দেওয়া হয়েছে জাতীয় পুরস্কারের সম্মান।