খবরদেশ

১৪০ কোটির স্বপ্নপূরণ, চাঁদের মাটিতে ভারত

সমস্ত প্রতীক্ষার অবসান। শেষমেশ চাঁদমামার দেশে ভারত। বুধবার সন্ধ্যায় পূরণ হল ১৪০ কোটি ভারতবাসীর। চন্দ্রপৃষ্ঠে সফল অবতরণ চন্দ্রযান-৩ মহাকাশ যানের ল্যান্ডার বিক্রমের। সেই সূত্রে ধরেই মহাকাশ গবেষণার এক নতুন দিকের সূচনা হল । চাঁদের দক্ষিণ মেরুতে প্রথম দেশ হিসেবে নিজের বিজয় পতাকা ওড়াল ভারত।

একনজরে ঐতিহাসিক মুহূর্ত :

বিকেল ৫টা বেজে ৪৫ মিনিটে অধোগমনের প্রক্রিয়া শুরু।
সন্ধ্যা ৬টা বেজে ৪ মিনিটে চাঁদের মাটিতে পদার্পণ করল ল্যান্ডার বিক্রম।
যাত্রাটি ছিল ১ মাস ৯ দিনের।
চাঁদের দক্ষিণ মেরুতে প্রথম দেশ হিসেবে অবতরণের সাফল্য অর্জন করল ভারত।

চিন্তা, উৎসাহ আর আশা নিয়ে অপেক্ষায় ISRO


গত ১৪ জুলাই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে চন্দ্রযানের যাত্রা শুরু হয়েছিল।
এর আগে ২০১৯ সালে ভারতের চন্দ্রযান ২ চাঁদের বুকে সফল ল্যান্ডিংয়ের লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয়েছিল।
এই সফট ল্যান্ডিংয়ের পর ১৪ দিন চন্দ্রয়ান ৩-এর মুন রোভার প্রজ্ঞান চাঁদের বুক থেকে নানা ছবি ও তথ্য পাঠাতে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *