খবররাজ্য

চব্বিশে কোচবিহার দখলে মরিয়া তৃণমূল, রাজবংশী ‘অনন্ত’ ভরসা BJP-র

বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। ছক কষতে ব্যস্ত শাসক-বিরোধী উভয় শিবির। বলাবাহুল্য, উত্তরের দিকে নজর সবার। আর আসন্ন লোকসভা ভোটে উত্তরবঙ্গের নির্বাচনী ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হতে চলেছে কোচবিহার। কোচবিহারে সবুজ ঝড় তোলার প্রস্তুতিতে তৎপর তৃণমূল। ইতিমধ্যেই অনন্ত মহারাজকে রাজ্যসভায় এনে মাস্টারস্ট্রোক দিয়েছে গেরুয়া শিবির। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিধানসভা হোক বা লোকসভা ভোট, কোচবিহারে রাজবংশীরাই অন্যতম নির্ণায়ক শক্তি। তাই আসন্ন নির্বাচনী লড়াই নিয়ে একাধিক জল্পনা শুরু হয়েছে।

সদ্য সমাপ্ত পঞ্চায়েত ভোটে কোচবিহারে বিপুল জয় তৃণমূলের। এদিকে সাংসদ অনন্ত মহারাজের সৌজন্যে রাজবংশী ভোটব্যাঙ্ক রক্ষায় ব্যস্ত গেরুয়া শিবির। পঞ্চায়েতের রেশ বজায় থাকলে চব্বিশে কোচবিহারে জয়ের পথে এগিয়ে তৃণমূল, মত রাজনৈতিক মহলের। আবার জমি ধরে রাখতে কোচবিহারের ভূমিপুত্র নিশীথের ভরসা রাজবংশী ভোট। জেলাবাসীর কথায় অনন্ত মহারাজকে রাজ্যসভায় পাঠানোর পিছনে মূল ভূমিকা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের। আপাতত চব্বিশের লোকসভা ভোটে খেলা দেখার অপেক্ষায় কোচবিহারবাসী।

রাজ্য়সভায় অনন্ত মহারাজ

বিধানসভা থেকে পঞ্চায়েত নির্বাচন। রাজনৈতিক সংঘর্ষে শিরোনামে কোচবিহার। নিজের গড় বাঁচাতে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বনাম কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বাহুবলের লড়াই দেখতে অভ্যস্ত জেলাবাসী। কিন্তু বারবার সমীকরণ বদলেছে। ২০২১ সালের বিধানসভা ভোটে জেলায় সাফল্য পায় BJP। আবার উপনির্বাচনে দিনহাটা ও জেলায়, এমনকিপৌরসভা ভোটেও দেখা যায় উদয়ন ম্যাজিক। পঞ্চায়েত নির্বাচনেও কোচবিহার জুড়ে সবুজ ঝড়। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বাস্তব পরিস্থিতির উপর নজর রেখেই গ্ৰেটার নেতা অনন্ত মহারাজকে দ্রুত রাজ্যসভায় পাঠাল BJP। আর শুভেন্দু অধিকারী থেকে নিশীথ প্রামাণিক সকলেই খোলা মনে রাজবংশী অনন্ত মহারাজকে স্বাগত জানান।

যদিও কোচবিহারে পঞ্চায়েত ভোটে ব্যর্থতা মানতে নারাজ গেরুয়া শিবির। ভোট বিপর্যয়ের কারণ হিসাবে শাসক তৃণমূলের সন্ত্রাসের কথা বলছেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তবে বিনা যুদ্ধে সূচাগ্র মেদিনী ছাড়তেও নারাজ দুই শিবির। তাই এখন থেকেই শুরু প্রস্তুতি। আসন্ন লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি দখলে রাখতে রাজবংশী ভোট ভরসা গেরুয়া শিবিরের। তাই, অনন্ত ম্যাজিকেই নিজের আসন রক্ষা করতে ব্যস্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। অন্যদিকে, সাম্প্রতিক সাফল্যের বিচারে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহই হিরো তৃণমূলের। আপাতত অপেক্ষা। অনন্ত মহারাজ-নিশীথ প্রামাণিক জুটি বনাম উদয়ন গুহর মেগা ম্যাচে শেষমেশ উন্নয়নের জয় দেখতে চায় কোচবিহারের মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *